Tuesday, June 22, 2021

অন্ধকার----------- কে যায় বারে বারে? পাখি?

 


অন্ধকারে,

কে যায় বারে বারে?
পাখি?
মানুষ কোনো?
শোনো,
মাঝরাতে,
কেউ থাকেনা সাথে,
যায়না কিছু দেখা,
জোর আযাবে- পুড়ছি আমি একা,
কেউ তো আসুক,
একটু কাঁদুক,
আমার শোকে,
করুক দোয়া সকল লোকে।
এক জীবনে করেছি আয়,
এই ঠিকানায়,
শত মানুষ আসবে বলে তাই,
মোহর ছিটাই,
কেউ আসেনি, কেউ আসেনা।
ভালোবাসা যায় কী কেনা?
এখন বুঝি মরে গেলে-
একাই সব, সব অচেনা,
মাটির ঘরের আশেপাশে কেউ থাকেনা,
কেউ থাকেনা!


সবকিছু আঁকড়ে ধরে রাখতে নেই, ভুল ভাঙানোর প্রয়োজনও ফুরিয়ে যায় এক সময়।

Date: 20.12.2016.




 কাল সকালে যদি আর জেগে ওঠা না হয়,

না দেয় জানালায় রোদেরা এসে উঁকি,
ছেপে দিও তবে শোক সংবাদ!
'একটা মানুষ মারা গেছে-চিরদুখী'।
Date: 20.12.2016.



মেহফিল

 


নদী তোর শরীর জুড়ে বিষাদ,

সাদামাটা কষ্ট নিয়ে,ঘরকুনো এই চুপটি করে থাকি

দুঃখ আমার কিছু নিবি নাকি

সাদামাটা কষ্ট নিয়ে,ঘরকুনো এই চুপটি করে থাকি!


আমার আর কিছু অবশিষ্ট নেই

 



আমার আর কিছু অবশিষ্ট নেই,

যা ছিল ফুরিয়ে গেল,
জীবন, সময়, স্বপ্ন-সবকিছু, অপচয়-এলোমেলো,
আমি খুব গোছানো ছিলাম, এখন আদিম-বন্য,
কিছুই আর অবশিষ্ট নেই,
নিজেকে পুড়িয়েছি তোমার জন্য।
Date: 20.12.2016.


ভাঙাচোরা আবেগ

এভাবে বিষাদ আঁকি, সাজাই মেঘের পরে মেঘ!
তোমার আকাশ ও এমন?
টের পাও মন খারাপ?
ভাঙাচোরা টুকরোআবেগ
Date: 15.12.2016.

⚔⚔⚔KING_$(নিরব লেখক)


  সুফিবাদে প্রেম নিয়ে ঘাটাঘাটি করছিলাম একটু। সাতটি ধাপের শেষ ধাপে মুগ্ধ হলাম। প্রেমের প্রথম ধাপ ইনজিবার। এই ধাপে প্রিয় মানুষের সৌন্দর্য, চর...