Tuesday, June 22, 2021

আমার আর কিছু অবশিষ্ট নেই

 



আমার আর কিছু অবশিষ্ট নেই,

যা ছিল ফুরিয়ে গেল,
জীবন, সময়, স্বপ্ন-সবকিছু, অপচয়-এলোমেলো,
আমি খুব গোছানো ছিলাম, এখন আদিম-বন্য,
কিছুই আর অবশিষ্ট নেই,
নিজেকে পুড়িয়েছি তোমার জন্য।
Date: 20.12.2016.


No comments:

Post a Comment

  সুফিবাদে প্রেম নিয়ে ঘাটাঘাটি করছিলাম একটু। সাতটি ধাপের শেষ ধাপে মুগ্ধ হলাম। প্রেমের প্রথম ধাপ ইনজিবার। এই ধাপে প্রিয় মানুষের সৌন্দর্য, চর...