Tuesday, June 22, 2021

মেহফিল

 


নদী তোর শরীর জুড়ে বিষাদ,

সাদামাটা কষ্ট নিয়ে,ঘরকুনো এই চুপটি করে থাকি

দুঃখ আমার কিছু নিবি নাকি

সাদামাটা কষ্ট নিয়ে,ঘরকুনো এই চুপটি করে থাকি!


No comments:

Post a Comment

  সুফিবাদে প্রেম নিয়ে ঘাটাঘাটি করছিলাম একটু। সাতটি ধাপের শেষ ধাপে মুগ্ধ হলাম। প্রেমের প্রথম ধাপ ইনজিবার। এই ধাপে প্রিয় মানুষের সৌন্দর্য, চর...