Tuesday, June 22, 2021

অন্ধকার----------- কে যায় বারে বারে? পাখি?

 


অন্ধকারে,

কে যায় বারে বারে?
পাখি?
মানুষ কোনো?
শোনো,
মাঝরাতে,
কেউ থাকেনা সাথে,
যায়না কিছু দেখা,
জোর আযাবে- পুড়ছি আমি একা,
কেউ তো আসুক,
একটু কাঁদুক,
আমার শোকে,
করুক দোয়া সকল লোকে।
এক জীবনে করেছি আয়,
এই ঠিকানায়,
শত মানুষ আসবে বলে তাই,
মোহর ছিটাই,
কেউ আসেনি, কেউ আসেনা।
ভালোবাসা যায় কী কেনা?
এখন বুঝি মরে গেলে-
একাই সব, সব অচেনা,
মাটির ঘরের আশেপাশে কেউ থাকেনা,
কেউ থাকেনা!

No comments:

Post a Comment

  Swap Vhai Shuvo   SEARCH   60 Categories Select All (60 item(s)) Delete CUDY Cudy WR1300 AC1200 Dual Band Wi-Fi Router - 867Mbps at 5GHz a...