Thursday, December 11, 2025

 সুফিবাদে প্রেম নিয়ে ঘাটাঘাটি করছিলাম একটু। সাতটি ধাপের শেষ ধাপে মুগ্ধ হলাম। প্রেমের প্রথম ধাপ ইনজিবার। এই ধাপে প্রিয় মানুষের সৌন্দর্য, চরিত্র, বুদ্ধি বা সমাজে তার অবস্থান দেখে আকর্ষণ তৈরি হয়।

'তোমায় দেখে রঙিন হয় সাদাকালো ছবি,
উবু হয়ে চিবুকের কাছে তিল হয়ে নেমে আসে-
নীল আসমান,
তুমি প্রথম চাওয়া, অনুভবে হৃদয়ের প্রথম টান।'
এই ভাবনায় প্রেমের দ্বিতীয় ধাপ হলো আলফত। আলফত মানে কারও প্রতি আসক্ত হওয়া।
'পৃথিবীর কোন নেশাই আমাকে মাতাল করেনা আর,
আমি তোমায় আসক্ত!
চৌপর দিন আমার তোমাকেই দরকার।'
প্রেমের তৃতীয় ধাপ হলো ইশক্। এই ধাপে ভালো লাগার সাথে সাথে বেদনাও প্রবল হয়।
'তুমি অভ্যেস হয়ে যাও,
আমার তোমাতেই সুখ-
বেদনার বেনোজলে ভেসে যেতে যেতে ভাবি তুমিই আমার কঠিন অসুখ!'
প্রেমের চার নাম্বার ধাপে এসে যোগ হয় পারস্পরিক শ্রদ্ধা। প্রেমিক আচমকা অনুভব করে, সে যাকে ভালোবাসে সে তার ধারণার চেয়েও বড়, অদ্ভুত, রহস্যময়!
'প্রেম কখনো হারানোর ভয়,
কখনো অপচয়,
তোমাকে স্পর্শ করি, বোঝার চেষ্টা করি,
টের পাই তুমি এক অপার বিস্ময়!'
পঞ্চম ধাপে এসে প্রেম হয়ে যায় উপাসনার মতন। প্রিয়জনকে ভালোবাসা, তাকে সেবা করার মাঝে টের পাওয়া যায় উপাসনার মত ভক্তি।
'এ কী অবাকপনা!
নাম নেই তোমার সারাক্ষন, ভালোবাসি, করি ধ্যান,
এই আমার উপাসনা।'
প্রেমের ষষ্ঠ ধাপের নাম খুমার। এর মানে উম্মাদনা, পাগলামি। এ সময়ে মানুষ নিজের অস্তিত্ব ভুলে শুধু প্রিয়জনের কথা ভাবে।
'জানিনা কী হয়!
তোমাকে ভেবে ভেবে কোথায় গিয়ে থামি,
তোমাকে ঘিরেই মিলিয়ে যাই এ কোন পাগলামি!'
প্রেমের শেষ সপ্তম ধাপ হচ্ছে ফানাহ। এর মানে নিজের সবকিছু নিয়ে প্রিয়জনের মাঝে বিলীন হয়ে যাওয়া। এই সময়ে অহংকার, রাগ, স্বার্থ এইসব অনুভূতি আর কাজ করেনা।
'তোমার আমার দূরত্ব নেই আর,
হয়েছে মিল এক বিন্দুতে এসে,
তুমি হয়েছো আমি, আমি হয়েছি তুমি,
অপার্থিব অনুভবে এসে, ভালোবেসে!'
ফানাহর এর পর আরেক ধাপের কথা বলেন কেউ কেউ। এর নাম বাকা। মানে হলো স্থায়ী শান্তি। তবে এই ধাপটি তেমন পরিচিত নয়। অনেকেই মানতে নারাজ।
আমার জীবনে আসেনি প্রেম। পাঠেই আনন্দ। আপনি কোন ধাপে আছেন? ইনজিবার নাকি ফানাহ?

No comments:

Post a Comment

  সুফিবাদে প্রেম নিয়ে ঘাটাঘাটি করছিলাম একটু। সাতটি ধাপের শেষ ধাপে মুগ্ধ হলাম। প্রেমের প্রথম ধাপ ইনজিবার। এই ধাপে প্রিয় মানুষের সৌন্দর্য, চর...